আমি বর্তমানে একটি চাকুরি করি। বর্তমানে মনে হচ্ছে কোন সমই ই সুখের নয় কিন্তু কাজের মধ্যে সখ খুজে নিতে হবে। তা না হলে কোন কালেই সুখি হওয়া যাবেনা। ছাত্র অবস্থাই ভাবতাম সুখে মনের মত চাকুরি করব। কিন্তু ছাত্র জীবনই মধুর ছিল।কারন কোন চিন্তা ছিলনা। বাপের কাছ থেকে টাকা নিতাম আর খরচ করতাম কিন্তু এখন পরিবার পরিজন ও সমাজের জন্য ইনকাম করতে হয়।
প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাজ সেরে সময়মত অফিস যাই। সকাল নয়(০৯) অফিসের কাজ শুরু করি এবং একটানা বিকাল ৫.০০ কাজ শেষ করি। কোন কোন দিন রাত ৮.০ টা বাজে। দুপুরে খাওয়ার বিরতি থাকলেও কাজের চাপে খাওয়ার সময়টাও পাওয়া যায়না। সান্তনা শুধু একটাই বসের ধন্য বাদ। কারন কোন দিনই অফিসের কাজ শেষ না করে অফিস থেকে বের হইনা।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
| Open in Google Translate |
